শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০
নেত্রকোণার পূর্বধলায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শোক র্যালিতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের ১৪ জন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে পূর্বধলার মধ্য বাজারে আওয়ামী লীগ অফিসের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ ওয়ারেছাত হোসেন বেলাল এমপি আলোচনা সভার আয়োজন করেন। অপরদিকে এর দেড়শ’ গজ সামনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের অনুসারী লোকজনও শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে। উভয় পক্ষের সভা থেকে অপর পক্ষকে উদ্দেশ্য করে আপত্তিকর বক্তব্য দেয়ার ঘটনা ঘটে। এতে, নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে উঠলে এ সংঘর্ষের ঘটনা ঘটায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।সংঘর্ষের ঘটনায় পূর্বধলা বাজার ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পূর্বধলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সংর্ঘষ চলাকালে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে বলেও জানান তিনি।
No comments