ফেনীতে যেখানে যেখানে পাবেন স্মাটকার্ড
ফেনীতে ৯ আগষ্ট বৃহস্পতিবার থেকে স্মাটকার্ড বিতরণ শুরু হবে। ফেনী মডেল হাই স্কুলে ফেনী পৌরসভার ১ নং ওয়ার্ডে স্মাটকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে ৮ আগস্ট বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ৯ ও ১১ আগষ্ট ফেনী পৌরসভার ১ নং ওয়ার্ডের সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোটারদের মাঝে ফেনী মডেল স্কুলে স্মাটকার্ড বিতরণ করা হবে, একই ভাবে ১২ ও ১৩ আগষ্ট ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ১৪, ১৬ ও ১৮ আগষ্ট খাইরুল ইসহাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ১৯ আগষ্ট রিবিঞ্চি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ২৬ ও ২৭ আগষ্ট বিরিঞ্চি সুফিয়ার নুরিয়া মাদরাসায় ৫ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ২৯ ও ৩০ আগষ্ট সুলতানপুর আমিন উল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ৩১ আগষ্ট ও ১ সেপ্টেম্বর জিএ একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ৩ সেপ্টেম্বর শহীদ মেজর সালাহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৮ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ৪ ও ৫ সেপ্টেম্বর ফেনী আলীয়া মাদরাসায় ৯ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ৬ ও ৮ সেপ্টেম্বর ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ৯ সেপ্টেম্বর সিরাজুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ১০ ও ১১ সেপ্টেম্বর চাড়িপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১২ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ১২ ও ১৩ সেপ্টেম্বর কোব্বাদ আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ১৩ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ১৫ ও ১৬ সেপ্টেম্বর মেহেদী-সাঈদী পৌর বিদ্যানিকেতনে ১৪ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ১৭ সেপ্টেম্বর মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ২০ সেপ্টেম্বর তাকিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৭ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে, ২২ ও ২৩ সেপ্টেম্বর চাইল্ড হেভেন কিন্ডার গার্টেন।
এছাড়া সকল ওয়ার্ডের বাদপড়া ভোটারদের স্মার্ট কার্ড ১ থেকে ৬ নং ওয়ার্ড ২৪ সেপ্টেম্বর, ৭ থেকে ১২ নং ওয়ার্ড ২৫ সেপ্টেম্বর, ১৩ থেকে ১৮ নং ওয়ার্ড এর ২৬ সেপ্টেম্বর ফেনী পৌরসভা কার্যালয়ে ভোটারদের মাঝে স্মাটকার্ড বিতরণ করা হবে।
এদিকে ফেনী সদর উপজেলার স্মাটকার্ড বিতরণ শুরু হবে ২৭ সেপ্টেম্বর। ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু হবে।
ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভিন জানান, ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নে, ৯ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত শর্শদী ইউনিয়নে, ২০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ধর্মপুর ইউনিয়নে, ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কাজিরবাগ ইউনিয়নে, ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত কালিদহ ইউনিয়নে, ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোটবী ইউনিয়নে, ২০ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বালিগাঁও ইউনিয়নে, ২ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ফাজিলপুর ইউনিয়নে, ১২ ডিসেম্বর পর্যন্ত ১৯ ডিসেম্বর পর্যন্ত ফরহাদ নগর ইউনিয়ন, ২০ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ছনুয়া ইউনিয়নে, ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী পর্যন্ত লেমুয়া ইউনিয়নে ও ৭ জানুয়ারী থেকে ১৪ জানুয়ারী পর্যন্ত ধলিয়া ইউনিয়নের ভোটারদের মাঝে স্মাটকার্ড বিতরণ করা হবে।
এছাড়া প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক স্মার্ট কার্ড বিতরণের সময় ও স্থান ইউপি কার্যালয় থেকে জানা যাবে।
ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, স্মার্ট বিতরণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ৯ আগষ্ট থেকে ফেনী পৌরসভায় ও ২৭ সেপ্টেম্বর থেকে ফেনী সদর উপজেলায় স্মার্টকার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে পুরো জেলা স্মাটকার্ড বিতরণ অনুষ্ঠিত হবে।
No comments