ফেনীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
শহর প্রতিনিধিঃ ফেনীতে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (২৬) নামে একজন নিহত হয়েছে।এসময় অন্তত তিনজন আহত হয়।শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণের যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির চালক আরিফুল ইসলাম,হেলপার কাশেম ও জহির গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফ সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
No comments