ফেনীতে নকশী সি এন সি কাটিং এর উদ্বোধন


ফেনী শহরের সালাউদ্দিন সড়কের রাবেয়া লতিফ মার্কেটে নকশী সি.এন.সি কাটিং নামের একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৭ জুলাই) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন ফেনী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ।
উদ্বোধনীয় অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, করিম উল্যাহ খন্দকারসহ বিভিন্ন শ্রেনী -পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নকশী সি এন সি কাটিং এর স্বত্তাধিকারী সোহেল চাকলাদার জানান, তার এই প্রতিষ্ঠানে সকল প্রকার কাঠ, এমডিএফ বোর্ড অটোমেটিক মেশিনের মাধ্যমে টু ডি এবং থ্রি ডি ডিজাইন ও জালি কাটিং করা যাবে। গ্রাহকদের ভালো সেবা দিতে তার এই প্রতিষ্ঠান বদ্ধপরিকর থাকবে।

No comments

Powered by Blogger.