কমিশনারের হুমকি দিলেন বাইকার মুরাদ, কিন্তু শেষ রক্ষা পেল না !!
বেইলি রোডে উল্টো পথে আসা একটি বাইকের গতিরোধ করলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিরুল ইসলাম। সঙ্গে সঙ্গে তাকে কমিশনারের হুমকি দিলেন বাইকার মুরাদ। নাছোড়বান্দা কনস্টেবল বললেন, হুমকি দিয়ে লাভ হবে না! এখন মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ, মিডিয়া কোনো পরিচয়েই কাজ হবে না।শেষ পর্যন্ত কাজ হলোও না। নিয়ে গেলেন এসআই কাজলের কাছে। মৃদুভাষী এসআই ভদ্রভাবে ওই বাইকারকে বুঝিয়ে ঝটপট মামলা দিলেন। যখন ডিজিটাল মেশিনে মামলা দেওয়ার কাজ চলছিল, তখনও নানাজনের রেফারেন্স দেওয়ার চেষ্টা করছিলেন সেই বাইকার।
নিজেকে আলহাজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজার পরিচয় দেওয়া মুরাদ নামের সেই বাইকারের শেষরক্ষা না হওয়ায় হুঙ্কার দিয়ে বিদায় নিলেন।কাকরাইল মোড়ে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক জানান, কারোর জন্যই ছাড় নয়। মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ, মিডিয়া যেই হোক না কেন- আইন ভাঙলেই মামলা। এমন নির্দেশনা রয়েছে, কোনো তদবিরে কাজ হবে না।
যানবাহনে ৮০ শতাংশ শৃঙ্খলা এসেছে। আর বিশ শতাংশের জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
ইতোপূর্বে বাংলামোটর মোড়েও পুলিশের জিরো টলারেন্স লক্ষ্য করা গেছে। নগরীর বাইকাররা সবচেয়ে বেশি শৃঙ্খলা ভঙ্গ করেন। তারা কোনো সিগন্যাল মানতে চায় না। লালবাতি থাকলেও ডিগবাজি দিয়ে পার হতে চায়!সকাল পৌনে ৯টায় কারওয়ান বাজারমুখী রোড বন্ধ করে ইস্কাটনের দিকের যানবাহন ছেড়ে দিলে শাহবাগমুখী কতগুলো বাইক হুট করে টান দেয়। অনেকটা ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে কিছুটা জটও পাকায়। এভাবেই পার হতে বাইকাররা অভ্যস্থ। অন্য সময়ে হলে পার পেয়ে যেতো। কিন্তু এদিন রক্ষা হলো না। বক্সের পাশে দায়িত্বরত বেশ কয়েকজন পুলিশ সদস্য এসে তাদের পথ আগলে দাঁড়ালেন। সবাইকে মামলা দিয়ে তবেই ছাড়লেন।
বেশ অবাক হতে হলো কদম ফোয়ারা সিগন্যালে। সিগন্যালের প্রথমেই পুলিশ কর্তার গাড়ি আটকা দেখে। অন্যসময় হলে পুলিশ কর্তা কিন্তু ভেঁপু বাজিয়ে চলে যেতেন। নগরীতে যারা চলেন এমন চিত্রে বেশ অবাক। তারা মন্তব্য করেছেন পুলিশের মধ্যে মনে হয় পরিবর্তন এসেছে। এটা ধরে রাখা গেলে খুব কাজে আসবে।ছাত্র আন্দোলনে স্থবিরতা কাটিয়ে সচল দেখা গেছে নগরী। সকাল থেকেই গণপরিবহন দেখা গেছে, স্কুল-কলেজও খুলেছে যথারীতি। শঙ্কাও কেটে যাচ্ছে নগরবাসীর মন থেকে।
No comments