ফেনীতে দুই কোটি টাকার মাদকসহ আটক ৬



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথা নামক স্থানে বুধবার র‌্যাব-৭'র সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ প্রায় দুই কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করেছে। এ সময় মাদক বহনকারী সৌদিয়া পরিবহনের একটি বাস জব্দ করা হয় এবং জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়। র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের পশ্চিম রামপুর রাস্তার মাথা নামক স্থানে তল্লাশি চৌকি বসায় র‌্যাব-৭'র সদস্যরা।এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সৌদিয়া পরিবহনের (চট্ট মেট্রো-ব ১১-১০৫৯) বাসটির ড্রাইভিং সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৩২ হাজার ৩'শ পিস ইয়াবা ট্যাবলেট এবং সন্দেহভাজন যাত্রীবেশী মাদক ব্যবসায়ীদের দেহ তল্লাশি করে আরও ৬ হাজার ৮'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় এক কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। পরে মাদক বহনকারী বাসটি জব্দ করা হয়। মাদকসহ আটককৃতরা হলেন: খলিলুর রহমান (৫৭), পিতা- সুরুজ মিয়া, গ্রাম- গয়েসপুর, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, মো. রফিক (৪৬), পিতা- মৃত কবির আহাম্মদ, গ্রাম- নিজ পানখালী, থানা- চশরিয়া, জেলা- কক্সবাজার, মো. করিম (২৭), পিতা- মোস্তাফিজ, গ্রাম- চরকাগুলিয়া, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, মো. জাকির হোসেন মহসিন (৪৮), পিতা- মৃত নুর হোসেন, গ্রাম- কালিকসার, ফরাজী বাড়ি, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল¬া, মোঃ পারভেজ উদ্দিন (৩০), পিতা- আবু মিয়া, গ্রাম- মহাজরপাড়া, থানা- সদর, জেলা- কক্সবাজার এবং মোছাম্মৎ মর্জিনা বেগম (৪৫), স্বামী- নবী হোসেন, গ্রাম- খুনিয়া পালং ৩নং ওয়ার্ড, থানা- রামু, জেলা- কক্সবাজার। ফেনীস্থ র‌্যাব-৭ কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বিষয়টি করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে জব্দকৃত বাস ও উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ওসি মো. রাশেদ খাঁন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

No comments

Powered by Blogger.