ফেনীতে ৬ যানবাহনের অর্থদন্ড
ফেনীতে আজ ৮ আগস্ট, দুপুরে নিরাপদ সড়ক রক্ষায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ফেনী। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।তিনি জানান, পশ্চিম রামপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬ টি যানবাহনের চালককে ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকার কারণে মোট ৬ টি মামলা প্রদান করা হয় ও ১১,হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এর মাঝে কুমিল্লা থেকে ফেনী যাতায়াতকারী যমুনা পরিবহনের চট্ট মেট্রো জ- ১১-০৮৭৩, ফেনী থেকে সোনাগাজী চলাচলকারী নিশাত পরিবহনের ঢাকা মেট্রো ব- ২৮৫৯ এবং মা বাবার দোয়া পরিবহনের বারইয়ারহাট থেকে ফেনী চলাচলকারী ঢাকা মেট্রো চ-৪২৫৪ গাড়ি তিনটি ফিটনেস না থাকায় জব্দ করে আদালত।অভিযানে ট্র্যাফিক ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
No comments