একই ফ্রেমে তারা ৩ জন
এই প্রথমবারের মতো একই ফ্রেমে পাওয়া গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন জনপ্রিয় নায়িকা মৌসুমী, শাবনূর ও পপিকে। গত ২রা আগস্ট ছিল সফল তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর বিয়ের দুই যুগে পদার্পণ।
বিবাহবার্ষিকী উপলক্ষে সেদিন কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন না করলেও পরের দিন দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে ওমর সানী-মৌসুমী তাদের বিবাহিত জীবনের বিশেষ এই দিনটিকে উদ্যাপন করেন।
ওমর সানী মৌসুমীকে ফুলেল শুভেচ্ছা এবং দোয়া করতে রাজধানীর উত্তরার ‘মেরিমন্টানা’য় উপস্থিত হয়েছিলেন মৌসুমীর প্রিয় দু’জন মানুষ ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ দুই নায়িকা শাবনূর ও পপি। ঘরোয়া সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শাবনূর ও পপির উপস্থিতি দেখে মুগ্ধ হন। চলচ্চিত্রে দু’জনই মৌসুমীর ছোট।
আর পারিবারিকভাবে পপি মৌসুমীর চাচাতো বোন। অনুষ্ঠানে পপির কিছুটা সময় পরেই শাবনূর পৌঁছান। তিনি এসেই মৌসুমী ও ওমর সানীর সঙ্গে একান্ত আলাপচারিতায় মেতে উঠেন। পাশাপাশি অনেক ছবিতে তার সঙ্গে নায়ক হিসেবে অভিনয় করা অমিত হাসান, আমিন খানের সঙ্গেও আড্ডায় মেতে উঠেন শাবনূর।
প্রসঙ্গত, মৌসুমী ও শাবনূর ‘দুই বধূ এক স্বামী’, ‘জীবনের গল্প’, ‘মায়ের মর্যাদা’, ‘এই যে দুনিয়া’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন। শাবনূরের সঙ্গে কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি পপি। তবে মৌসুমীর সঙ্গে ‘জীবন যন্ত্রণা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
No comments