ভেজাল শিশু খাদ্য বিক্রি করায় দুই ব্যবসায়ীর অর্থদন্ড

ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।বুধবার সকালে শহরের ভিতরের বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।এ সময় বাজারের বস্ত্র হকার্স মার্কেটের সোহাগ স্টোরে বিপুল পরিমাণ নকল ও ভেজাল শিশু খাদ্য পাওয়া যায়। শিশু খাদ্যের মাঝে রয়েছে জুস, আচার, চিপস, চানাচুর ইত্যাদি। এছাড়া তল্লাশিকালে নকল এনার্জি ড্রিংক টাইগার পাওয়া যায়। আদালত দোকানের মালিক আজিজুল হক (৫৭) কে ৫০ হাজাত টাকা অর্থদন্ডে দন্ডিত করে।ব্যবসায়ীর দুইটি দোকানের সকল মালামাল জব্দ করে ধ্বংস করা হয়। ওই সময় একই স্থানের কালাম টি স্টোরের শেখ সাদী (৩২) কে বিধিবহির্ভূতভাবে চা মোড়কজাত করায় ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.