সেফাত উল্লাহ সেফুদা বাংলাদেশে!
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত একটি নাম সেফাত উল্লাহ সেফুদা। অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশী সেফাত উল্লাহ ফেসবুকের কল্যাণে অল্প সময়ের মধ্যেই সেলিব্রেটির তকমা পেয়েছেন।ফেসবুক লাইভে সাম্প্রতিক ঘটনা নিয়ে নিয়মিতই কথা বলেন তিনি। তবে তার বক্তব্যের বেশির ভাগ জুড়ে থাকে নামী বা পরিচিত মুখদের উদ্দেশ্য করে আজেবাজে মন্তব্য ও গালিগালাজ। তার আক্রমণ থেকে রেহাই পাননি অনেক শোবিজ তারকা, খোলোয়াড়, রাজনীতিবিদরাও।শোনা যাচ্ছে, ২৫ বছর যাবৎ স্বেচ্ছা নির্বাসনে থাকা সেফাত উল্লাহ বাংলাদেশে এসেছিলেন।
সম্প্রতি, সেফাত উল্লাহ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ছবি আপলোড করা হয়, যার ক্যাপশনে লেখাছিল ‘বাংলাদেশ’। এটি দেখে অনেকেই ধারণা করছেন, দেশে ফিরেছেন সেফুদা। তার অন্যান্য ভিডিওর মতো এই ছবিটিও দ্রুতই ভাইরাল হয়ে যায়।তবে সেফাত উল্লাহ কবে দেশে এসেছেন, কোথায় ছিলেন, আদৌ এসেছিলেন কিনা সেসবের সত্যতা জানা যায়নি। কারণ, ফেসবুকে তার একাধিক ভুয়া আইডি পাওয়া যায়। আলোচিত ছবিটিও পোস্ট করা হয় এমন একটি আইডি থেকে।
No comments