ট্রাফিক সপ্তাহ ঘোষণা রোববার থেকে দেশব্যাপী
আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আগামী রোববার থেকে সারা দেশে ট্রাফিক সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, শিক্ষার্থীদের চেতনা আমরা বুঝতে পেরেছি। এখন থেকে কেউ সড়ক আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় তিনি আন্দোলন আর দীর্ঘায়িত না করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।
কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যারা ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন ডিএমপি কমিশনার।
No comments